বরিশাল কর্নার

বিনামূল্যে সরকারি সেবাগ্রহিতা বৃদ্ধিতে বরিশালে মতবিনিময় সভা

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

দেশের জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিনামূল্যে সেবাগ্রহিতা বৃদ্ধিতে বরিশালে মতবিনিময় সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনভর বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় হয়। বরিশাল মহিলা কল্যাণ সংস্থা ও তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম আয়োজনে অধিকার এখানে এখনই (আরএইচআরএন-২) প্রকল্প নারীপক্ষের সহযোগিতায় এই কর্মসূচি হয়েছে। ইউনিয়ন শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ইউপি সদস্য মো. মামুন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চাঁদপাশা এবং ইউনিয়ন পরিষদ সচিব ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটি সদস্য সচিব এএসএম মনিরুজ্জামান, ইউনিয়ন পরিষদ ও রহমতপুর স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব তরিকুল রহমান। আরো উপস্থিত ছিলেন, মহসিন, ইসরাত জাহান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বরিশাল মহিলা কল্যাণ সংস্থার পরিচালক কাওছার পারভীন। সভা পরিচালনা করেন স্বেচ্ছাসেবক তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম বরিশালের সমন্বয়কারী ময়ূরী আক্তার টুম্পা। চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, বিনামূল্যে স্বাস্থ্যসেবা আরো হাতের কাছে পৌঁছে দিতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ প্রয়োজনে পরিষদ থেকে আর্থিক সাহায্য ও সহযোগিতা প্রদান করা হবে।