ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

অবরোধে বরিশালের সড়কে টায়ার জ্বালিয়ে মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতার চেষ্টাসহ ৬টি বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে নগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে নেতাকর্মীরা কাশিপুর বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ারে অগ্নিসংযোগ করে। এসময় তারা বিক্ষোভ প্রদর্শন করে যান চলাচলে প্রতিবন্ধকতার চেষ্টা চালায়। এরপর কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র অনুসারী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসপাতাল রোডে বিক্ষোভ মিছিল করেছে। এরপর কাশিপুর বাজারে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা মিছিল করে। দুপুর ১টায় হাসপাতাল রোডে মহানগর ছাত্রদল ও বরিশাল-খুলনা মহাসড়কে ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল করেছে। দুপুর ২টায় নবগ্রাম রোডে বরিশাল মহানগর শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। এ সময় নেতাকর্মীরা অবরোধ সফলে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন দাবি করে তা বন্ধ ও সরকারের পদত্যাগ দাবি জানান। অবরোধে নগরীর টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের অবস্থান দেখা গেছে। এদিকে যাত্রী সংকটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটের লঞ্চ সীমিত আকারে চলছে। লঞ্চ টার্মিনালে অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্দেহভাজন যাত্রীদের তল্লাশি করতে দেখা কোস্টগার্ড সদস্যদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত