বরিশালে দিনভর বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বরিশালের জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। গতকাল বৃহস্পতিবার শীতকালের এই বৃষ্টিতে নগরবাসী চরম বিপাকে পড়েছে। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।

অফিস-আদালত খোলা থাকলেও সড়কে যান চলাচল ছিল অন্যান্য দিনের তুলনায় কম। বৃষ্টির কারণে দোকানে ক্রেতা সংখ্যা কমে যাওয়ায় অনেক দোকান বন্ধও দেখা গেছে। বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউম ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলে গত মঙ্গলবার আঘাত করেছিল। এর প্রভাবে বরিশালসহ দক্ষিণাঞ্চলের আকাশ মেঘলা রয়েছে। বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি হয়েছে। এতে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য ও দিনের তাপমাত্রা ১ থেকে ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।