ফেনীতে শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’- স্লোগানে আগামী মঙ্গলবার সারা দেশের ন্যায় ফেনীতে ২ লাখ ৪৩ হাজার ৫২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ৫৯ মাস বয়সি ৩০ হাজার ৩৬১ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সি ২ লাখ ১২ হাজার ৬৯১ লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

গত বৃহস্পতিবার ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এসএসআর মাসুদ রানা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাশেদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।