ভালুকা মুক্ত দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভালুকা প্রতিনিধি

পাকিস্তানি হানাদারদের কবল থেকে ৮ ডিসেম্বর মুক্ত হয়েছিল ময়মনসিংহের ভালুকা। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বর পর্যন্ত আসে, পুনরায় র‌্যালিটি প্রয়াত মেজর আফসার উদ্দিনের কবরস্থান পর্যন্ত গিয়ে শেষ হয় এবং কবর জিয়ারত করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সংরক্ষিত আসনের এমপি মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ডেপুটি এটর্নি জেনারেল শাহ মো. আশরাফুল হক জর্জ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টুসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।