একদিনের ব্যবধানে দাম বেড়ে পেঁয়াজের কেজি ২২০

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পেঁয়াজের আমদানি বন্ধের খবরে দাম বেড়ে দ্বিগুণ। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা দরে। গত সপ্তাহে পেঁয়াজের কেজি ছিল ৯০ থেকে ১০০ টাকা। ক্রেতারা বলছেন অহেতুক সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। অপরদিকে বিক্রেতারা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম বেড়ে গেছে। গতকাল বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী হাটে গিয়ে দেখা যায়, দেশি পেঁয়াজ ২২০ থেকে ২৪০ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় পেঁয়াজ কিনতে হাটে আসা ক্রেতারা বিপাকে পড়ছেন। সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, পেঁয়াজের দোকানে দাম জিজ্ঞাসা না করে এক কেজি পেঁয়াজ ব্যাগে ঢুকিয়ে দিতে বলেছিলাম। দাম শোনার পর সামর্থ্য না থাকায় ৭০০ গ্রাম পেঁয়াজ বের করে হলো। আব্দুল হাই নামের এক ক্রেতা বলেন, পেঁয়াজ কিনতে বাজারে এসেছি; কিন্তু পেঁয়াজের দাম প্রতি কেজিতে আগের চেয়ে ১২০ টাকা বেশি। পেঁয়াজ কিনতে আসা সুকুমারী রানী বলেন, ৫০ টাকা দিয়ে ৭টা মাঝারি আকারের পেঁয়াজ কিনলাম।