ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিস্ফোরণে পাঁচতলা ভবনে আগুন

মুন্সীগঞ্জে এক পরিবারের চারজন দগ্ধ

মুন্সীগঞ্জে এক পরিবারের চারজন দগ্ধ

মুন্সীগঞ্জ পৌর শহরের ইদ্রাকপুর এলাকায় একটি ভবনের পঞ্চম তলায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন মাল্টিসেক্টরাল প্রকল্পের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ওসিসির প্রোগ্রাম অফিসার রিজভী আহম্মেদ রাসেল ও তার স্ত্রী রোজিনা, মা শাহেদা খাতুন ও ছেলে রায়ান। এদের মধ্যে মা শাহেদা খাতুনের অবস্থা গুরুতর। চারজনকেই ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে ভবনের পঞ্চম তলায় বিকট শব্দ শোনা যায়। এ সময় একটি ফ্ল্যাটে আগুন জ্বলতে থাকে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ১০ মিনিটে আগুন নির্বাপণ করে। তবে পুড়ে যায় ঘরের মূল্যবান আসবাবপত্র। দগ্ধ হন ফ্ল্যাটের চার বাসিন্দা। ফায়ার সার্ভিস আসার আগে রিজভী, রোজিনা ও তাদের ছেলে রায়ানকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ফায়ার সার্ভিস বৃদ্ধা নারী শাহেদা বেগমকে (৫৬) উদ্ধার করে। এক পর্যায়ে চারজনকেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত