ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কিস্তিতে কেনা ভ্যান হারিয়ে দিশাহারা আকিমুল

কিস্তিতে কেনা ভ্যান হারিয়ে দিশাহারা আকিমুল

আকিমুল ইসলাম পেশায় একজন ভ্যানচালক। তিনি কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের সেলিম মণ্ডলের বড় ছেলে। ছোটবেলায় স্থানীয় প্রাইমারি স্কুলে ভর্তি হলেও তৃতীয় শ্রেণির গণ্ডি পেরোনো সম্ভব হয়নি তার। বাবা-মা তিন ভাই ও এক বোনের অভাব অনটনের সংসারের হাল ধরতেই তাকে পড়ালেখা বাদ দিয়ে যেতে হয় কাজে। দীর্ঘদিন অন্যের খেত-খামারে কাজ করতে করতে আকিমুল স্বপ্ন দেখতেন একদিন নিজে কিছু করবেন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বাবার সঙ্গে পরামর্শ করে প্রায় ছয় মাস আগে স্থানীয় ব্যারাক ও আশা এনজিও থেকে ঋণ নিয়ে ৫০ হাজার টাকা দিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি কেনেন। সেই ভ্যানগাড়ি চালিয়ে প্রতিদিন যা আয় হচ্ছিল তা বাবার সামান্য আয়ের সঙ্গে যোগ করে সংসার খরচ ও ভাই-বোনদের লেখাপড়া চলছিল।

কিন্তু হঠাৎ করেই চোরের নজর পড়ল তার ওই ভ্যানগাড়িটির দিকে। আকিমুলের আয়ের একমাত্র অবলম্বন ভ্যানগাড়িটি চোর চক্রের সদস্যরা চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটে ১৭ নভেম্বর ২০২৩ তারিখ আনুমানিক সকাল ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার মুরগিরহাটা টু কলেজ রোডে অবস্থিত রবিউল ইসলামের আড়তের সামনে থেকে। ওইদিন তিনি সবজির ভাড়া নিয়ে নিজ গ্রাম থেকে খুব সকালে কালীগঞ্জে কাঁচামাল হাটে আসেন। ভ্যান থেকে মাল নামিয়ে তিনি ভাড়া আনতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখেন তার রেখে যাওয়া ভ্যানটি আর ওই স্থানে নেই। তখন আশপাশে খোঁজাখুঁজি করেও ভ্যানটির সন্ধ্যান আর পাওয়া যায়নি। পরবর্তীতে পাশের একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় চোরচক্র সদস্যরা তার ভ্যান চুরি করে নিয়ে গেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তিনজন চোর তার ভ্যানের তালা ভেঙে ভ্যানটি চালিয়ে নিয়ে যাচ্ছে। ওইদিনই আকিমুল কালীগঞ্জ থানায় উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী আকিমুল ইসলাম অশ্রুসিক্ত নয়নে বলেন, ধারদেনা করে এনজিও থেকে ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলাম। ঋণের টাকা পরিশোধ হওয়ার আগেই চোরেরা আমার ভ্যান নিয়ে গেল। ভ্যান হারানোর ২৪ দিন পার হয়ে গেলেও কালীগঞ্জ থানা পুলিশ এখনো ভ্যানটি উদ্ধার কিংবা চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করতে পারেনি। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু আজিফ বলেন, আমি অফিসের কাজে বাইরে আছি। ব্যাপারটি আমি দেখছি। এভাবে প্রতিনিয়ত ভ্যান ও রিকশা চুরির একটি চোর চক্রের সদস্যরা অসহায় দরিদ্র মানুষের উপার্জনের একমাত্র অবলম্বন চুরি করে নিয়ে যাচ্ছে। কিন্তু এইসব চোরেরা সব সময় ধরা ছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। কালীগঞ্জ থানা পুলিশের সতর্ক অবস্থান ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করলে অবশ্যই চোর সিন্ডিকেটের সদস্যদের আইনের আওতায় আনা সম্ভব বলে মনে করেন সাধারণ জনগণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত