ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডিমলায় হানাদার মুক্ত দিবস পালিত

ডিমলায় হানাদার মুক্ত দিবস পালিত

নীলফামারীর ডিমলায় হানাদার মুক্ত দিবস পালন করেছেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার মানুষ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয় ডিমলায়। গতকাল সকালে মুক্তিযোদ্ধা অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। দিবসটি পালনের মধ্যদিয়ে মানবতাবিরোধী অপরাধীদের রায় কার্যকর ও মুক্তিযুদ্ধের চেতনা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে বধ্যভূমিগুলোকে চিহ্নিত করে স্মৃতিফলক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদসহ সব মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত