ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাজীপুরের গার্মেন্ট পণ্যের ৩২৮ কার্টুন চাঁদপুরে উদ্ধার

গাজীপুরের গার্মেন্ট পণ্যের ৩২৮ কার্টুন চাঁদপুরে উদ্ধার

ঢাকার অদূরে গাজীপুর চৌরাস্তার ক্রিস্টাইল গার্মেন্ট থেকে নারীদের ব্যবহৃত ইনার আইটেম (ব্রাসহ অন্যান্য) পোশাকের ৩২৮ কার্টুন মালসহ কাভারভ্যান চট্টগ্রাম যাওয়ার পথে গায়েব হয়ে যায়। অবশেষে চাঁদপুর জেলা শহরের পৌরসভার ৩নং ওয়ার্ডের একটি অটোর গ্যারেজে মালামাল নামানোর সময় ট্রাকসহ আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে চাঁদপুর সদর মডেল থানার এসআই আজাদ, এএসআই ওহিদ, মিজানুর রহমান ও সাইফুল সংঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় গার্মেন্টের মাল অটোর গ্যারেজে নামানোর সময় নোয়াখালী জেলার কবিরের ছেলে রুবেলকে আটক করেছে পুলিশ। পুলিশের হাতে আটক হওয়া রুবেল জানান, চাঁদপুর শহরের পুরানবাজার পূর্ব শ্রীরামদি সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী বাড়ির তপন চৌধুরীর ছেলে সোহেল চৌধুরী চট্টগ্রাম সিএসডি খাদ্য গুদামের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে চাকরি করে। সেই সুবাদে তার সাথে পরিচয় হলে কাভারভ্যান বোঝাই মহিলাদের ইনার পোশাক ৩২৮ কার্টুন মাল বিক্রির জন্য সোহেলের সাথে যোগাযোগ হয়। পরে তার কথামতো চৌধুরী বাড়ির সিরাজুল ইসলাম চৌধুরীর ছেলে সেলিম চৌধুরী ও সুমন চৌধুরীর সাথে যোগাযোগ করেই তাদের অটোর গ্যারেজে মালগুলো আনলোড করা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে যাওয়ার পরেই সোহেল চৌধুরী ও গ্যারেজ মালিক সুমন চৌধুরী পালিয়ে যায়। এদিকে গাজীপুর চৌরাস্তার আহসানিয়া লজিস্টিক ট্রান্সপোর্ট মালিক রাজীব জানান, গাজীপুর চৌরাস্তা ক্রিস্টাইল গার্মেন্ট থেকে মাল নিয়ে কাভারভ্যানটি চট্টগ্রাম ও সি এল ডিপুতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়।

কিন্তু রাস্তায় মাল নিয়ে গাড়িটি গায়েব হয়ে যায়। গাড়ির চালক টাঙ্গাইলের কাদেরকে ফোন করেও সে রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি। গাড়ির মালিক মোতাহার মিয়া জানান, গাজীপুর স্ট্যান্ড থেকে বদলি ড্রাইভার কাদেরকে দিয়ে গাড়িটি পাঠানো হয়। ট্রান্সপোর্টের মাধ্যমে ১১ হাজার টাকা ভাড়ায় চুক্তিতে মাল চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠালে গাড়ির চালক কাভারভ্যান নিয়ে উধাও হয়ে যায়। এই ঘটনায় গাড়ির চালক কাদির ও সোহেল চৌধুরী জড়িত রয়েছে। এদিকে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে থেকে প্রায় সময় গার্মেন্টের মালসহ বিভিন্ন পণ্যসামগ্রী উধাও হয়ে যায়। গাড়ির চালক পরিকল্পিতভাবেই এই মালগুলো চুরি করে চাঁদপুরে বিক্রির জন্য নিয়ে আসে। চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এর সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত