ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিষধর সাপ রাসেল বাইপার উদ্ধার

বিষধর সাপ রাসেল বাইপার উদ্ধার

বাংলাদেশে প্রায় বিলুপ্ত ভয়ংকর বিষধর সাপ ‘রাসেল ভাইপার’ বা চন্দ্রবোড়ারের সন্ধান মিলেছে। এর আগে রাজশাহী এবং পাবনায় কয়েকটি জেলায় দেখা মিললেও নোয়াখালীতে এবার প্রথম বারের মতো দেখা মিলল এই ভয়ঙ্কর সাপটির। গতকাল সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় মাঝারি আকৃতির রাসেল ভাইপার সাপটিকে দেখতে পেয়ে অজগর সাপ ভেবে উদ্ধার করে এলাকাবাসী। পরে তারা ৯৯৯ এ খবর দিলে বিশেষজ্ঞ সূত্রে জানা যায় এটি বাংলাদেশে বিলুপ্ত ভয়ংকর সাপ রাসেল বাইপার। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে হাতিয়া উপজেলা চানন্দী ইউনিয়নে সাঈদপুর গ্রামের আজাদের বাড়ির পুকুর পাড়ে ঝোপ থেকে অজগর সাপ ভেবে এ সাপটি উদ্ধার করে। পরে তার ফোঁস ফোঁস আওয়াজে ভয় পেয়ে ৯৯৯ এ কল দিলে বন বিভাগের কর্মকর্তারা ভেনম রিসার্স সেন্টারের কাছে হস্তান্তর করেন। পরে তারা সাপটিকে যাচাই করে দেখেন এটি বিষধর সাপ রাসেল বাইপার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত