ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাউবোর বাঁধ রক্ষার কাজে অনিয়ম

পাউবোর বাঁধ রক্ষার কাজে অনিয়ম

খুলনার কয়রায় পানি উন্নয়ন বোর্ডের ১৪/১ পোল্ডারের শাকবাড়িয়া ও কপোতাক্ষ নদের বেড়িবাঁধ রক্ষার কাজে ব্যবহৃত জিওব্যাগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে গাববুনি, গাতিরঘেরি, হরিহরপুর, জোড়শিং, গোলখালি, দশালিয়ায় পাউবোর বেড়িবাঁধে নদীর ভাঙন ঠেকাতে বালু ভর্তি হাজার হাজার জিওব্যাগ ফেলানোর কাজ চলছে। জিওব্যাগগুলোয় ১৭৫ কেজি বালু ভরাটের কথা রয়েছে কিন্তু ব্যাগে কম বালু ভর্তি করে নদীতে ফেলতে দেখা যায়। গত কয়েকদিন ধরে গাববুনি বাঁধের কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর ভাঙনে হাজারো জিওব্যাগ ফেলানো হয়েছে। এ সকল ব্যাগে বালুর পরিমাণ অনেক কম বলে স্থানীয়রা জানায়। গাববুনি গ্রামের বাসিন্দা খগেন্দ্রনাথ মন্ডল বলেন, ঠিকাদার মনোনীত সাব ঠিকাদার ও তাদের লোকজন ব্যাপক অনিয়ম করছে। এক্ষেত্রে বালুর পরিমাণ কম দেওয়া এবং কম সংখ্যক জিওব্যগ নদীতে ফেলে বেশি দেখিয়ে অনিয়মের আশ্রয় নিচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের এসও সেকশন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। তারপরও ঠিকাদার ও সাব ঠিকাদারের লোকেরা অনিয়ম করে কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত