অটোচালককে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

টাকা-পয়সা লেনদেনের দ্বন্দ্বে ভেদরগঞ্জ উপজেলার মাঝিকান্দি গ্রামের অটোচালক হাবিবুর রহমানকে ছুকিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে সখিপুর থানা পুলিশ নাহিদ বেপারী নামে একজনকে আটক করেছে। এ বিষয়ে সখিপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। গতকাল সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন চরভাগা ইউনিয়নের দুলারচর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সখিপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের মাঝি কান্দি গ্রামের মৃত কালা মিয়া মাদবরের ছেলে হাবিবুর রহমান হাবুর সাথে তারই বন্ধু আরিফ মালের দ্বন্দ্ব চলে আসছিল।

গতকাল সকালে হাবিব অটোরিকশায় যাত্রী নিয়ে দুলার চরের উদ্দেশ্যে রওনা হলে আরিফ ও তার ৭-৮ জন সঙ্গী দুলার চর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসার পর তার গতিরোধ করে ছুরিকাঘাত করে। স্থানীয়রা হাবিবকে উদ্ধার করে মুলফৎগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আটক হওয়া নাহিদ সরদার নড়িয়া উপজেলার ঘরিষার ইউনিয়নের চরমোহন গ্রামের জামাল সরদারের ছেলে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। নিহতের ভাই জসিম মাদবর বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।