মাইকিং করে ৮৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কুমিল্লা নগরীর চকবাজারে হ্যান্ডমাইকে ডেকে ৮৫ টাকা কেজিদরে দেশি পেঁয়াজ বিক্রি করা হয়েছে। গতকাল দুপুর থেকে এ দামে পেঁয়াজ বিক্রি শুরু হলে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। কম দামে পেঁয়াজ কিনতে পেরে আনন্দিত শরিফুল ইসলাম বলেন, হঠাৎ করেই ২০০ টাকা হওয়ায় বিপাকে পড়েছিলাম। ৮৫ টাকা করে বিক্রি হচ্ছে দেখে পাঁচ কেজি কিনেছি। গত কয়েকদিন ধরে কুমিল্লায় পেঁয়াজ বিক্রি হচ্ছিল ২০০ থেকে ২১০ টাকা কেজিদরে। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর পেঁয়াজের দাম বেড়ে যায়। এই ঘোষণার প্রভাব পড়ে কুমিল্লাতেও। পরে গণমাধ্যমে খবর প্রকাশ হলে নড়েচড়ে বসে কুমিল্লা জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর। গত মঙ্গলবার জরুরি সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। গতকাল সকালে কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলামের নেতৃত্বে অভিযান শুরু হয়। অভিযান শেষ হওয়ার পর নগরীর পাইকারি বাজার বলে পরিচিত চকবাজারের ব্যবসায়ীরা মাইকিং করে পেঁয়াজ বিক্রি শুরু করেন। কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মিটিংয়ে পেঁয়াজের দাম ১০০ টাকার নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছি। সেই অনুযায়ী আমরা কাজ করছি। কুমিল্লায় দেশি পেঁয়াজের দাম আরো কমবে।