ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

ফেনীর সোনাগাজীতে ?ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে নোমান নামের এক মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গত বুধবার রাতে উপজেলায় চর দরবেশ ইউনিয়নের পশ্চিম চর দরবেশ গ্রামের ইতালি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত নোমান উপজেলার চর দরবেশ ইউনিয়নের পশ্চিম চর দরবেশ গ্রামের প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে। ছুরিকাঘাত করা কিশোরের নাম পিয়াস। স্থানীয়দের বরাতে সোনাগাজী মডেল থানার ওসি বলেন, গত বুধবার বিকালে পশ্চিম চর দরবেশ গ্রামের ইতালি মার্কেট এলাকায় মাঠে নোমান ও পিয়াসসহ ১৫-২০ জন ক্রিকেট খেলে। খেলার সময় তুচ্ছ বিষয় নিয়ে নোমানের সঙ্গে পিয়াসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পিয়াস তার কোমর থেকে একটি ছোরা বের করে নোমানকে আঘাতের চেষ্টা করে। এসময় নোমান দৌড়ে বাড়ি চলে যায়। রাতে নোমান বাড়ি থেকে বের হয়ে স্থানীয় ইতালি মার্কেটে যায়। সেখানে পূর্ব থেকে ওৎপেতে থাকা পিয়াস কয়েকজন সহযোগিকে নিয়ে নোমানের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগে পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এ সময় নোমান মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নোমানের বড় ভাই আরমান বলেন, ছুরিকাঘাতে নোমান গুরুতর আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। ঘটনার পর পিয়াস এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন। এ ব্যাপারে তার বক্তব্য জানতে বিভিন্নভাবে যোগাযোগ করেও সম্ভব হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত