ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

ময়মনসিংহের হালুয়াঘাটে অভ্যন্তরীণ আমন ধান, চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে হালুয়াঘাট খাদ্য গুদামে ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর ইসলাম শফিক, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. হাসান আলী মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাল উদ্দিন, হালুয়াঘাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মোহন দত্ত, আমতৈল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দিপায়ন মজুমদার, যুবলীগ নেতা রেজাউল করিম ইরান প্রমুখ।

হালুয়াঘাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মোহন দত্ত জানান, চলতি আমন মৌসুমে ৩০ টাকা কেজি দরে ৮১২ মেট্রিক টন ধান, ৪৪ টাকা কেজি দরে ৯৮২ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অভ্যন্তরীণ এই ধান ও চাল সংগ্রহ চলবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত