ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাহাড়জুড়ে বেগুনি দাঁতরাঙা

পাহাড়জুড়ে বেগুনি দাঁতরাঙা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাকমাছড়ার পাহাড়ের আনাচে-কানাচে, ঝোপের ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে বেগুনি রঙের ফুল। সূর্যের আলো আঁধারিতে ৫ পাপড়ি আর হলুদ কেশরের ফুলটির সৌন্দর্য যেন ঠিকরে বের হচ্ছে। এই ফুলটির নাম দাঁতরাঙা। তবে স্থানভেদে-এর রয়েছে নানা নাম। চাকমারা সম্প্রদায়ের মানুষরা বলেন মহাপুঁত্তিং, ত্রিপুরা সম্প্রদায় লোকরা বলে টায়তং খুঁ (ফুল), মারমা সম্প্রদায়ের লোকেরা বলেন স্যা মেঃ সি। এর পাতা দেখতে তেজপাতার মতো হওয়ায় অনেক জায়গায় একে বন তেজপাতা ও লুটকি নামেও ডাকে। তবে যে যেই নামেই ডাকুক না কেন, সৌন্দর্য আর ভেষজগুণে অনন্য এই ফুল। স্থানীয়রা জানান, এটি গাছটিতে ফুলের পাশাপাশি কালো রঙের এক ধরনের ফলও ধরে। যা খেতে কিছুটা টক।

পাখির পাশাপাশি ছোট ছোট পাহাড়ি ছেলে মেয়েরা এই ফলটির স্বাদ নিয়ে থাকে। বছরের ১২ মাস এই গাছটিতে ফুল ধরে থাকে। পাহাড়ের পুরো জায়গাজুড়ে এ গাছের ফুলগুলোর জন্য সৌন্দর্য আরো বেশি হয়ে থাকে। স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, এই গাছে সারাবছর ফুল আর ফল দেয়। আমরা এই গাছটিকে আগাছা হিসেবেই জানি। ছোট ছোট পাখিরা এই গাছের ফলগুলো খায়। তবে ছোট থাকতে আমরাও এই গাছের ফল খেয়েছি। মাদারীপুর থেকে ঘুরতে আসা পর্যটক আরিফুর রহমান বলেন, ঝিরির পাশে থাকা পাহাড়ের এ গাছগুলো আমাদের ওদিকে কখনো দেখিনি। এই প্রথম পাহাড়ে এসে দেখতে পেলাম। বেগুনি রঙের ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর। এই সৌন্দর্যের কারণে যে কারো নজর পড়তে বাধ্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত