ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় নিহত তিন

সড়ক দুর্ঘটনায় নিহত তিন

জামালপুর সদরের তিতপল্লা বাসস্ট্যান্ডে বাস-পিকআপ ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহাব্বত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মৃত সলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন ও জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবাহানের ছেলে শামসুল হক। নিহত দুজনই সবজি ব্যবসায়ী। তারা পিকভ্যানের যাত্রী ছিলেন। এছাড়া পিকআপ ভ্যানের চালক সুজা মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি শহরে দরিপাড়া এলাকার মনু মিয়ার ছেলে। আহত অন্যরা জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সানোয়ার হোসেন সেলিম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর পিকআপের পেছনে থাকা সিএনজির সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পিকআপের দুই যাত্রীর মৃত্যু হয়। অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন জানান, ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে ঢাকাগামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ধাক্কা লাগে পিকআপ ভ্যানের পেছনে থাকা একটি সিএনজির সঙ্গে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ৫ জন। মোহাম্মদ কামাল হোসেন আরও জানান, ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও আটক আছে বাসটি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত