ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাধবপুর চা বাগানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন

মাধবপুর চা বাগানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানি (র‌্যাব-৯)। গতকাল শনিবার সকালে র‌্যাবের মিডিয়া কর্মকর্তা মো: মশিউর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার বেলা ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির মূল হোতা এমদাদুল হক মিলন (৩৮)সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। আটক মিলন বিজয়নগর উপজেলার চানপুর এলাকার আবু জাহেরের ছেলে। অপর গ্রেফতার দুইজন একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মো: নাজমুল (৩১), আবু সাইদের ছেলে মো: হৃদয় মিয়া (২৮)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় গাছ ফেলে ঘণ্টা ব্যাপী ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় চা বাগানের ডিজিএমসহ কয়েকটি গাড়ি আটক করে নগদ টাকা, মোবাইলসহ, মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত