ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মহাদেবপুরে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক

মহাদেবপুরে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক

নওগাঁর মহাদেবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধর্ষ ডাকাত চক্রের পাঁচজন সক্রিয় সদস্য গ্রেপ্তারসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার ভোরে উপজেলার চান্দাস ইউনিয়নের বাছড়া মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। গ্রেপ্তারকৃতরা হলেন- মহাদেবপুর থানার কৃষ্ণপুর গ্রামের বাচ্চু মৃধা (৩৩) ও শহিদুল ইসলাম (২৬), মালাহার গ্রামের দেলোয়ার হোসেন ওরুফে বাবু (৪৫) ও ইমরান হোসেন (৩৩) এবং জেলার নিয়ামতপুর উপজেলার গণপুর গ্রামের হাফিজুর রহমান (৪০)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে মহাদেবপুর থানা চান্দাস ইউনিয়নের কাঞ্চন গ্রামে মহাদেবপুর থেকে নিয়ামতপুর উপজেলার ছাতড়া সড়কের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা ১০-১২ জন ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনায় মহাদেবপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল-এর নের্তৃত্বে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ও এসআই আশীষ সরকারসহ থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত দলের কাছে থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। মহাদেবপুর থানায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ ও দেশীয় অস্ত্রশস্ত্র রাখায় ডাকাতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি গ্রহণ ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকল আসামিগণ ঘটনার সত্যতা স্বীকার করে। শনিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত