দিনাজপুর সীমান্তে বিজিবি বিএসএফের বৈঠক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

সীমান্তে নিরীহ মানুষ হত্যা, নারী শিশুপাচার বন্ধ, চোরাচালান, মাদক পাচারসহ অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের লক্ষ্যে দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক বৈঠক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে বিএসএফের কিশানগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী ইশ উলের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল বিরলের কিশোরীগঞ্জ জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় বিএসএফ টিমকে ফুল দিয়ে বরণ করেন বিজিবি’র কর্মকর্তারা। ২ ঘণ্টাব্যাপী বৈঠকে বিজিবি’র দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল রাশেদ আসগর এবং ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিএসএফের কিশানগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী ইশ উলসহ অন্যান্যরা অংশ নেন। বৈঠক শেষে বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর সাংবাদিকদের বলেন, সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার, কাঁটা তারের বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সম্পর্ক আরো দৃঢ় করতে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, এ ধরনের বৈঠকের মাধ্যমে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আশা করছেন তারা। প্রতিনিয়তই কখনো বাংলাদেশে আবার কখনো ভারতীয় অংশে সীমান্ত বৈঠকে মিলিত হয়ে থাকেন তারা। এতে সৌহার্দ্য-সম্প্রীতি আরো বৃদ্ধি পাবে।