ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গায় বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গায় চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল। সকাল সকাল ৯টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। আর ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, চুয়াডাঙ্গায় গত শুক্রবার সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে গত শনিবার তাপমাত্রা কিছুটা বাড়লেও গতকাল আবার কমেছে। চলতি বছরের মধ্যে গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস আর সকাল ৯টায় রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল সারাদেশের মধ্যে সর্বনিম্ন। ওইদিন সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত