ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নকলায় ধানচাল সংগ্রহ শুরু

নকলায় ধানচাল সংগ্রহ শুরু

শেরপুরের নকলা উপজেলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে নকলা উপজেলা সদরের খাদ্য গুদামে এ সংগ্রহ অভিযান উদ্বোধন করেন নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন। এ সময় উপজেলার এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. ইলিয়াস উদ্দিনের সঞ্চালনায় উপজেলা খাদ্য কর্মকর্তা মো: সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্য অতিথি মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাওয়ার্দী আলম তালুকদার, উরফা ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ভুট্টো প্রমুখ। উপজেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, উপজেলায় এবার ৪৬৭ টন ধান এবং চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ২০৪ টন। এসব ধান ও চাল তালিকাভুক্ত ১৫৫ জন কৃষক এবং চুক্তিবদ্ধ ১৩টি রাইস মিল-এর মালিক সরবরাহ করবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত