চলনবিলে ব্যস্ত সময় পার করছে মৌ চাষিরা

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পাবনা প্রতিনিধি

পাবনার চলনবিল অঞ্চলে বাণিজ্যিকভাবে মধু চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। চলতি মৌসুমে এ অঞ্চল থেকে ২ হাজার মেট্রিক টন মধুর সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে এবার প্রায় ৩০ কোটি টাকার মধু বিক্রি হবে বলে আশা প্রকাশ করছেন মৌচাষি ও কৃষি বিভাগ। জানা গেছে, চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ, উল্লাহপাড়া এবং নাটোরের গুরুদাসপুর ও সিংড়া উপজেলায় বিগত এক দশক ধরে রবি মৌসুমে সরিষা ফুল থেকে কোটি কোটি টাকার মধু সংগ্রহ করা হচ্ছে। এবারো পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলার প্রায় ১ হাজার চাষি মধু সংগ্রহের জন্য চলনবিল অঞ্চলে সরিষা খেতের পাশে প্রায় ১ লাখ মৌবাক্স বসিয়েছেন। উত্তরবঙ্গ মৌ-চাষি সমিতির সভাপতি পাবনার চাটমোহরের জাহাঙ্গীর আলম জানান, চলতি মৌসুমে চলনবিল অঞ্চল থেকে প্রায় ২ হাজার মেট্রিক টনের বেশি মধু উৎপাদন হবে। যার বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। তিনি আরো জানান, তার নিজের মোট ৫০টি মৌবাক্স রয়েছে। যা থেকে তিনি প্রতি সপ্তাহে প্রায় ৪ মণ মধু সংগ্রহ করছেন। উত্তরবঙ্গ মৌচাষি সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ জানান, চলনবিল অঞ্চলে তার ২০০টি মৌবাক্স রয়েছে। যা থেকে প্রতি সপ্তাহে মধু সংগ্রহ হচ্ছে ১২ থেকে ১৫ মণ। এবার মধুর দাম বেশি। ফলে চাষিরা লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। পাবনা কৃষি বিভাগের একটি সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চলনবিলের ৯ উপজেলায় ১ লাখ ২০ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার চাষ হয়েছে।