প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নেত্রকোনা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নেত্রকোনার ৫টি সংসদীয় আসনের ২৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নেত্রকোনা জেলা রিটার্নিং অফিসারের দপ্তরে গতকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ৫টি আসনের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের মাঝে তাদের পছন্দসই প্রতীক বরাদ্দ দেয়া হয়। নেত্রকোনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দপ্রাপ্তরা হলেন, নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহী (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী গোলাম রব্বানী (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আহমদ শফী (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা (ট্রাক) ও আফতাব উদ্দিন (ঈগল)। নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মোছাঃ রহিমা আক্তার আসমা সুলতানা (লাঙ্গল), ইসলামি ঐক্যজোট প্রার্থী মো: ইলিয়াস (মিনার), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী এবিএম রফিকুল হক তালুকদার (নোঙ্গর), বাংলাদেশ কংগ্রেস প্রার্থী আজহারুল ইসলাম খান (ডাব), স্বতন্ত্র প্রার্থী সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় (ঈগল), সুব্রত চন্দ্র সরকার (ট্রাক)। নেত্রকোনা- ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার উকিল (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী জসীম উদ্দিন ভূঁঞা (লাঙ্গল), ইসলামি ঐক্যজোট প্রার্থী মো: এহ্তেশাম সারওয়ার (মিনার), তৃণমূল বিএনপি’র প্রার্থী মিজানুর রহমান খান (সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু (ট্রাক), সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী (ঈগল)। নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো: লিয়াকত আলী খান অ্যাডভোকেট (লাঙ্গল), তৃণমূল বিএনপি’র প্রার্থী মো: আল মামুন (সোনালি আশ), জাসদের প্রার্থী মো: মুশফিকুর রহমান (মশাল)। নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী আহমদ হোসেন (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী ওয়াহিদুজ্জামান আজাদ (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল ওয়াহ্হাব হামিদি (সোনালি আশ), স্বতন্ত্র প্রার্থী মো: আনোয়ার হোসেন (ঈগল)। প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীদের কর্মী-সমর্থকরা নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। উল্লেখ্য, নেত্রকোনার ৫ আসনে মোট ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে দুইজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অন্যদের মনোনয়নপত্র নির্বাচন কমিশন কর্তৃক বাতিল ঘোষণা করা হয়েছে।