ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উখিয়ায় নারী প্রতি সহিংসতা প্রতিরোধে সক্রিয়তা সভা

উখিয়ায় নারী প্রতি সহিংসতা প্রতিরোধে সক্রিয়তা সভা

লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে আন্তর্জাতিক দিবস হিসেবে ১৬ দিনের সক্রিয়তা কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। শান্তিপূর্ণ সহাবস্থান প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়। এ উপলক্ষ্যে গতকাল সকাল ১১টায় উখিয়া প্রেসক্লাব হলরুমে কোস্টের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। এ সময় বক্তারা আরো বলেন, শুধু ১৬ দিন নয়, পুরো বছরজুড়ে প্রচারণা ও সচেতনতা বৃদ্ধি করে নারী ও মেয়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোস্টের ফিল্ড কো-অর্ডিনেটর মিজানুর রহমান বাহাদুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উখিয়া প্রেসক্লাব-এর সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ইউপি সদস্য নুরুল কবির, ইউপি সদস্য হেলাল উদ্দিন, ইউপি সদস্য মীর শাহেদুল ইসলাম রোমান, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, দৈনিক আমাদের সময় এর উখিয়া প্রতিনিধি পলাশ বড়ুয়া, বাহান্ন নিউজের শহীদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত