কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কলোনির ১২টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল সকালে উপজেলার পূর্বচান্দরা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকার আবু বকর সিদ্দীকের কলোনিতে গতকাল সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সকালে প্রথমে ওই কলোনির একটি কক্ষে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ওই কলোনির ১২টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। সেই সঙ্গে কক্ষগুলোর ভেতরে থাকা ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে ওই কলোনির মালিক ও ভাড়াটেদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।