ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাধ্যমিক পর্যায়ে বিষয়কভিত্তিক প্রশিক্ষণ

মাধ্যমিক পর্যায়ে বিষয়কভিত্তিক প্রশিক্ষণ

মাধ্যমিক পর্যায়ে বিষয়কভিত্তিক সাত দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতন হলরুমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক পর্যায়ের নতুন শিক্ষাক্রম বিস্তরণ শীর্ষক স্কিমের আওতায় বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রশিক্ষণে প্রশিক্ষক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ জুলফিকার আলী শাহ্, কোর্স কোর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী মাধ্যশিক শিক্ষা অফিসার মোঃ সোহেল আখতার এবং উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ আবুল কালাম আজাদ। বিষয়ভিত্তিক প্রশিক্ষণে উচ্চ মাধ্যমিক-২টি, মাধ্যমিক ৬৯টি, নিম্ন মাধ্যমিক তিনটি ও মাদ্রাসা ২২টিসহ মোট ৯৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৬২ জন শিক্ষক-শিক্ষিকা বিষয়ভিত্তিক প্রক্ষিণে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত