ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভালুকায় প্রথমবার পিত্তথলির পাথর অপারেশন

ভালুকায় প্রথমবার পিত্তথলির পাথর অপারেশন

ময়মনসিংহের ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে প্রথমবার সফলভাবে পিত্তথলির পাথর অপারেশন করা হয়েছে। গতকাল সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বইদভিটার বাসিন্দা মো: অনিছুর রহমান বাদলের স্ত্রী দুই সন্তানের জননী নাসরিন আক্তারের পিত্তথলির পাথর অপারেশন করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, ভালুকা সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারটি খুবই উন্নতমানের। ওই ওটি’তে প্রায়ই সিজারিয়ান অপারেশন হয়ে থাকে। কিন্তু হাসপাতাল প্রতিষ্ঠার পর এই প্রথম পিত্তথলির পাথর সফলভাবে অপারেশন করা হয়েছে। হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ ডা. এনামুল হক সোহেল অপারেশনটি করেন এবং হাসপাতালের অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. এসএফআর নাহিদ রোগীর অজ্ঞানের কাজ করেন। এ সময় হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন ওটি’তে উপস্থিত থেকে অপারেশনে সার্বিক সহযোগীতা করেন। রোগীর ছেলে নিয়ন জানান, তারা খুবই আনন্দিত ভালুকা সরকারি হাসপাতাল থেকে এমন একটি সেবা পেয়ে। এ জন্য তিনি পরিবারের পক্ষ থেকে হাসপাতালের সকল চিকিৎসক, সেবিকা ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানান। হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন জানান, ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে খুবই উন্নতমানের অপারেশন থিয়েটার রয়েছে। তাছাড়া তাদের দক্ষ সার্জন ও অ্যানেসথেসিয়া ডাক্তার রয়েছেন। এখানে প্রায়ই সফলভাবে সিজারিয়ান অপারেশন হয়ে থাকে। তবে এই প্রথমবার সফলভাবে এক নারীর পিত্তথলির পাথর অপারেশন করা হলো। তিনি আরো জানান, এটি ভালুকাবাসীর জন্য একটি ঐতিহাসিক ঘটনা এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত