প্রাথমিকে বই বিতরণ শুরু

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা মুরাদনগর উপজেলার ৩৫৩টি বিদ্যালয়ের প্রায় ৬০ হাজার কোমলমতি শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে পাঠ্য বই বিতরণের কাজ শুরু করেছে উপজেলা শিক্ষা অফিস।

গতকাল সকাল ১০টায় উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে বই বিতরণের কাজ শুরু করা হয়। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১৪৯টি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ষাট হাজার শিক্ষার্থীর হাতে বছরের শুরুতে বিনামূল্যের পাঠ্য বই বিতরণের জন্য ৩ লাখ ৩০ হাজার নতুন বই প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হবে।

এছাড়া ১ জানুয়ারি বই উৎসবের মাধ্যমে শিশুদের মাঝে বই বিতরণের শুভ উদ্বোধন করা হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মদন গোপাল চক্রবর্তী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতিরি সভাপতি রেবেকা সুলতানা, পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মাঝি, কচুয়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদ্দুছুর রহমান, গোমতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনিন বেগম শিউলি, বাবুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা রহমান, চুলুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম শাহিন, পান্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল জামানসহ নিজ নিজ স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।