ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শীতে নাকাল মৌলভীবাজারের জনজীবন

শীতে নাকাল মৌলভীবাজারের জনজীবন

পৌষের প্রথম থেকেই শৈত্যপ্রবাহে কাঁপছে সারাদেশ। কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে গত কয়েকদিন ধরে মৌলভীবাজার জেলাজুড়ে চলছে শীতের দাপট। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গতকাল সকাল ৯টায় জেলার শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি ৫ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া দপ্তর। জানা গেছে, গত কয়েকদিন থেকে এ অঞ্চলে ক্রমশ তাপমাত্রা নিচে নামতে শুরু করেছে। পাশাপাশি রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা দেখা গেছে। দুপুরেও অনেক সময় সূর্যের খোঁজ মেলে না আকাশে। আর এই শীতের আগমনে জীবনের চাঞ্চল্য ম্লান হয়ে আসছে। চা শ্রমিক আমলী কুর্মি বলেন, এই হিমশীতের মধ্যেই আমরা চা বাগানে পাতা তুলি। সকাল থেকেই কুয়াশা, সঙ্গে কনকনে শীতে হাত-পা অবশ হয়ে আসে। কিন্তু কী করব, কাজ করতে হয় জীবন-জীবিকার তাগিদে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত