ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে দৃঢ় ভূমিকা পালন করছে বিজিবি

সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে দৃঢ় ভূমিকা পালন করছে বিজিবি

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. যুবায়েদ হাসান বলেছেন, বিজিবির গৌরবময় দিন ২০ ডিসেম্বর। ২২৮ বছরের ইতিহাস ও গৌরব ঐতিহ্যের অংশীদার বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অত্যন্দ্র প্রহরী ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষার মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সঙ্গে পালন করে আসছে। এ বাহিনী সীমান্ত রক্ষা, মাদক, নারী ও শিশু পাচার এবং চোরাচালান অন্যান্য সীমান্ত অপরাধ দমনে দৃঢ় ভূমিকা রেখে চলেছে। মহান মুক্তিযুদ্ধে সর্বমোট ১১৯ জন খেতাব প্রাপ্ত হন, তার মধ্যে দুইজন বীর শ্রেষ্ঠ, ৮ জন বীর উত্তম, ৩২ বীর বিক্রম ও ৭৭ জন বীর প্রতীক খেতাব অর্জন করে বর্ডার গার্ড বাংলাদেশের ঐতিহ্যকে করেছেন সমৃদ্ধ ও গৌরবময়। গত বুধবার বিকালে বাংলাবান্ধা আইসিপি ও ১৭৬ ব্যাটালিয়ন ফুলবাড়ী আইসিপির মধ্যে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বিজয় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। কর্নেল যুবায়েদ হাসান বলেন, এই বাহিনী সর্বপ্রথম ১৭৯৫ সালে ৪৪৮ সদস্য নিয়ে রামগর লোকাল ব্যাটালিয়ন নামে যাত্রা শুরু করে। কালের বিবর্বতনে এই বাহিনী ফ্রন্টিয়ার্স গার্ড, বেঙ্গল মিলিটারি পুলিশ, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস, ইস্ট পাকিস্তান রাইফেলস এবং বাংলাদেশ রাইফেলস নামে পরিবর্তিত হয়ে আজ বর্ডার গার্ড বাংলাদেশ নামে অভিহিত হয়েছে। অনুষ্ঠানে ভারতের পক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির ১৭৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী এসএস সিরোহী। তিনিও বিজিবি দিবসে এ ধরনের আয়োজন করায় ধন্যবাদ জানান। এ সময় দু’দেশের বিজিবি-বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় দর্শনার্থীসহ পর্যটক। এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. যুবায়েদ হাসান। পরে বিজিবি-বিএসএফ প্যারেড কন্টিনজেন্ট চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন, জাতীয় পতাকা নামানো, মিষ্টি ও উপহার সামগ্রী বিনিময় করা হয় উভয় দেশের বিজিবি-বিএসএফ কর্মকর্তাদের হাতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত