প্রণোদনার সার ও বীজ পেয়েছে ৫ হাজার কৃষক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে প্রণোদনার আওতায় বিভিন্ন ধরনের বীজ ও সার পেয়েছে ৪ হাজার ৯৩০ জন কৃষক। বর্তমান অর্থবছরে উপজেলার ৯টি ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের মাঝে ওই শস্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় কুমিল্লার তিতাসে ৬০০ কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ। ১ হাজার কৃষকের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ১০ কেজি ও ১০ কেজি এমওপি সার। ২ হাজার ৮০০ কৃষকের মাঝে ৫ কেজি করে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ২০০ জনের মাঝে ২ কেজি ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৪০ জন কৃষকের মাঝে ১০ কেজি চিনাবাদাম, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। ৮০ জন কৃষকের মাঝে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৪০ জন কৃষকের মাঝে ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। ৮০ জন কৃষকের মাঝে ৮ কেজি খেসারী বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। ৫০ জন কৃষকের মাঝে ১ কেজি সূর্যমুখী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৪০ জন কৃষকের মাঝে ১ কেজি শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন জানান, এবার প্রণোদনার আওতায় প্রায় পাঁচ হাজার কৃষক সুবিধা পেয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে প্রকৃত কৃষকদের তালিকা করে এ প্রণোদনা দেয়া হয়েছে।