ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাচিল ধসে নিহত এক

পাচিল ধসে নিহত এক

শ্যামনগরে মুক্তিযোদ্ধা সড়কের ড্রেন নির্মাণের মাটি খোঁড়ার সময় পাচিল ধসে একজনের মৃত্যু অপরজন গুরুত্বর জখম হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ৮টায় ঠিকাদার আবুল বাশারের শ্রমিকরা শহীদ মুক্তিযোদ্ধা রোডে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণের জন্য মাটি খোঁড়াকালীন হাসান ক্লাথের মালিক সাব্বীর হাসানের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে পড়ে দুই শ্রমিক প্রাচীর চাপা পড়েন। এরা হলেন সিরাজপুর গ্রামের রজত গাজীর ছেলে মোমিন গাজী ও মোরশেদ মল্লিকের ছেলে মোশারফ মল্লিক। এ সময় রাস্তার লোকজন এসে মাটি অপসারণ করে তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম মোমিন গাজী, তিনি সিরাজপুর গ্রামের রজত গাজীর ছেলে। অপর জন মোরশেদ মল্লিকের ছেলে মোশারফ মল্লিককে গুরুত্বর জখম অবস্থায় খুলনা ২৫০ সজ্জা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের মুঠোফোনে কথা বললে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অফিসার ইনচার্জ তদন্ত রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, আমি ছুটিতে আছি। থানার কর্তব্যরত অফিসারের সাথে কথা বললে তিনি জানেন না বলে জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত