ট্রেনে অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার তিন

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

জয়পুরহাট এবং পাঁচবিবি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ও উত্তরা মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তিনজন নাশকতাকারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে তিন নাশকতাকারীকে গ্রেপ্তার করা করেছে। গ্রেপ্তারকৃতরা হলো জয়পুরহাট জেলার নিশিরমোড় এলাকার বনোমালিপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম, একই এলাকার ওয়াদুদের ছেলে অপু ও জেলার আক্কেলপুর উপজেলার বসন্তপুর গ্রামের রাজুর ছেলে আব্দুল মমিন। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, গত ৪ ডিসেম্বর জয়পুরহাট জেলার পাঁচবিবি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এবং গত ১৫ ডিসেম্বর জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা করা হয়। এ অগ্নিসংযোগের ঘটনার পর পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক পর্যায়ে নাশকতাকারিদের চিহিৃত করে। এরপর ওই নাশকতাকারিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নামে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে রেলওয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার নিশিরমোড় থেকে তাইজুল ও অপুকে ও আক্কেলপুর উপজেলার বসন্তপুর গ্রাম থেকে আব্দুল মমিনকে গ্রেপ্তার করে।