ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুই আইনজীবীর জমজমাট প্রচারণা

হবিগঞ্জ-৪
দুই আইনজীবীর জমজমাট প্রচারণা

হবিগঞ্জ-৪ মাধবপুর চুনারুঘাট আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রবীণ আইনজীবী মো: মাহবুব আলী ও স্বতন্ত্র প্রার্থী তরুণ আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনের মধ্যে জমজমাট প্রচারণা জমে উঠেছে। স্বাধীনতার পর থেকে বরাবরই এ আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। ২০১৪ সালে এ আসনে আওয়ামী লীগ থেকে অ্যাডভোকেট মাহবুব আলী সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী দায়িত্ব পান। তৃতীয়বারের মতো তিনি আওয়ামী লীগের নৌকা প্রতিকে মনোনীত হয়ে ভোটযুদ্ধে মাঠে আছেন। এ দিকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তরুণ আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, অ্যাডভোকেট মাহবুব আলী বিমান প্রতিমন্ত্রী হওয়ার পর এলাকার উন্নয়ন কর্মকাণ্ড যথাসাধ্য করার চেষ্টা করেছেন। এলাকার রাস্তাঘাট শিক্ষাপ্রতিষ্ঠান ও চা শ্রমিকদের সামাজিক নিরাপত্তার অনেক কাজ করেছেন। মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন এ আসনে সবসময় নৌকা প্রার্থী বিজয়ী হয়েছেন। এবারো নৌকার প্রার্থী বিজয়ী করতে দলীয় প্রধানের নির্দেশে নেতাকর্মীরা সব রাগ অভিমান ভুলে মাঠে ঝাঁপিয়ে পড়েছেন। চুনারুঘাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী বলেন, চুনারুঘাটে ছোট বড় ১৭টি চা বাগান আওয়ামী লীগের শক্তিশালী ঘাটি রয়েছে। চা বাগানের ভোটাররা সব সময় বঙ্গবন্ধুর আদর্শের প্রতি সম্মান দেখিয়ে প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দেন। এবারো ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নৌকার জয় নিশ্চিত করতে মাঠে কাজ করে যাচ্ছেন। এদিকে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঈগল পাখি প্রতীক নিয়ে জয় ছিনিয়ে নিতে দুই উপজেলা চষে বেড়াচ্ছেন। বিভিন্ন সামাজিক কাজ করে এরইমধ্যে তিনি বেশ শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। তরুণ প্রজন্ম তার নির্বাচনি প্রচারনায় বেশ ভূমিকা রাখছে। ব্যারিস্টার সুমনের সমর্থক সম্রাট আহমেদ বলেন, মাধবপুর চুনারুঘাটবাসী এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তন আনতে ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে সংসদ সংসদ হিসেবে নির্বাচিত করবে। দুই উপজেলায় তার পক্ষে ব্যাপক সাড়া মিলেছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলী বলেন, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এছাড়া এলাকায় সব খাতে ব্যাপক উন্নয়ন করেছি। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় মাধবপুর ও চুনারুঘাটবাসী নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মীরা প্রচারনা চালাচ্ছে। ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সমাজসেবকমূলক কাজ করে আসছি। ভোটারদের মন জয় করতে নির্বাচনি মাঠে রয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত