হরিণ শিকারের ফাঁদসহ আটক এক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

সুন্দরবন সংলগ্ন কয়রার গড়িয়াবাড়ি এলাকা থেকে ৩ বস্তা হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। গত শুক্রবার সকাল সাড়ে ১১টায় পশ্চিম সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা সঙ্গীয় বনরক্ষীদের নিয়ে ৬নং কয়রার গড়িয়াবাড়ি গ্রামের আমান উল্লাহ মোল্লার পুত্র খোকন মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে হরিণ র্শিকারের ফাঁদ উদ্ধার করেন। এ সময় খোকন মোল্লা বন বিভাগের হাতে আটক হয়। ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল জানান, খোকন মোল্লা ও তার সহযোগিরা সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ বস্তা ফাঁদসহ তাকে আটক করা হয়েছে। আটক খোকন মোল্লার বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে গতকাল উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।