সীমান্তের গারো পাহাড়ে বাদাম চাষের উজ্জ্বল সম্ভাবনা

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আরএম সেলিম শাহী, ঝিনাইগাতী

শেরপুর জেলার গারো পাহাড়ের উঁচু জমিতে বাদাম চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। পাহাড়ি ৩ উপজেলা ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী গারো পাহাড়ের উঁচু জমিতে বাণিজ্যিকভাবে বাদাম চাষ করা সম্ভব বলে জানিয়েছেন প্রবীণ ব্যক্তিগণ। বাদাম চাষের জন্য যথেষ্ট উঁচু জমি রয়েছে পাহাড়ি অঞ্চলে। শুধু সুষ্ঠু পরিকল্পনা ও উদ্বোগের অভাবে বিরাট এই অর্থকরি ফসলের আবাদ হচ্ছে না পাহাড়ি অঞ্চলে। অথচ এই বাদম চাষ করে কৃষকদের মুখে অনায়ানেই হাসি ফুটানো সম্ভব। স্থানীয় হাট-বাজারে বাদামের চাহিদাও রয়েছে প্রচুর। বাজারমূল্যও বেশ ভাল।

উৎপাদনে কম খরচে লাভ ও হবে বেশি। কৃষি বিভাগ প্রতি উপজেলার প্রান্তিক কৃষকদের বাণিজ্যিকভাবে বাদাম আগ্রহী করে তুলতে কার্যকর উদ্বোগ নিলেই এখানে বানিজ্যিকভাবে বাদাম চাষে কৃষকরা হতে পারেন বেশ লাভবান। ব্যাপক চাষের মাধ্যমে উৎপাদিত বাদাম স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায়ও সরবরাহ করা সম্ভব হবে। একাধিক কৃষক জানান, এখানকার বেশিরভাগ এলাকা উঁচু হওয়ার জন্য জমিতে স্বল্প খরচেই বেশি লাভ হবে। বাদাম চাষে কোনো কীটনাশক দেয়ার ও প্রয়োজন হয় না। বাদাম বিক্রি নিয়ে কোনো সমস্যায় ও পড়তে হয় না। কৃষি বিভাগ থেকে বাদাম চাষে স্থানীয় কৃষকদের সঠিক পরামর্শ ও সহায়তা করা হলে এখানে বানিজ্যিকভাবে বাদাম চাষে কৃষকরা বেশ লাভবান হবেন বলে আশা করা যায়।