কালীগঞ্জে প্রণোদনার সার বীজ গায়েবি বিতরণে তদন্ত কমিটি মাঠে

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২০২৩-২৪ অর্থবছরে প্রান্তিক কৃষকদের মাঝে ভুট্টার বীজ ও সার বিতরণে ব্যাপক অনিয়মের বিরুদ্ধে ফলাও করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। অনিয়মের এ ঘটনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়েচড়ে বসে। প্রকাশিত সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অফিসের উপ-পরিচালক মো: আজগর আলীর নির্দেশনা মোতাবেক জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়। এই তদন্ত কমিটির অপর দুইজন হলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সিকদার মোহাইমেন আক্তার (পিপি) এবং অতিরিক্ত পরিচালক (উদ্যান) মো: সেলিম রেজা। ইতিমধ্যে গঠিত তদন্ত টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। ২৪ ডিসেম্বর সকালে তদন্ত টিমের কর্মকর্তাগণ কালিগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন। প্রধান তদন্ত কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তদন্ত চলমান রয়েছে। এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। শুধু অফিসে নয় আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সাথেও এ ব্যাপারে কথা বলব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহ জেলার উপ-পরিচালক মো: আজগর আলী বলেন, কৃষি বিভাগে অনিয়মের কোন সুযোগ নেই। কালীগঞ্জ উপজেলার কৃষি অফিসে ভুট্টার বীজ ও সার বিতরণ নিয়ে যদি কোনো অনিয়ম তদন্তে প্রমাণ পাওয়া যায়, তাহলে অবশ্যই অনিয়মকারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।