ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রেলপথে নিরাপত্তা

৫৭টি রুটে ৫ শতাধিক আনসার মোতায়েন

৫৭টি রুটে ৫ শতাধিক আনসার মোতায়েন

রেলপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরের চারটি রেল রুটের ৫৭টি পয়েন্টে ৫ শতাধিক আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। দিনাজপুরের রেলওয়ে সুপার একেএম জিয়াউর রহমান জানান, দিনাজপুরের ৪টি রেল রুট পার্বতীপুর-দিনাজপুর, পার্বতীপুর-রংপুর, পার্বতীপুর-নীলফামারী এবং পার্বতীপুর-ঢাকা রুটে ৫২টি যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল করে। এর মধ্যে আন্তঃনগর এক্সপ্রেস, মেইল, কমিউটার, লোকাল ও মালবাহী ট্রেন রয়েছে। নাশকতার সকল ধরনের অপতৎপরতাকে নস্যাৎ করার জন্য রেলের ভ্রমণ যেন নিরাপদ হয় সে লক্ষ্যে ৪টি রুটের ৫৭টি পয়েন্টে আনসার সদস্যগণ ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। গত শনিবার পর্যন্ত ৪৫৬ জন আনসার সদস্য রেল পথের নিরাপত্তা বিধানে দায়িত্ব পালন করলেও গতকাল রোববার থেকে আরও ৫৪ জন অতিরিক্ত আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হয়েছেন। পালাক্রমে ২৪ ঘন্টা আনসার সদস্যগণ দায়িত্ব পালন করছেন। জানা যায়, রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৪ কিলোমিটার রেল পথের জন্য ৫ জন আনসার সদস্য প্রহরায় নিযুক্ত রয়েছেন। সকাল ৮ থেকে রাত ৮টা পর্যন্ত একই দূরত্বে দায়িত্ব পালন করছেন ৩ জন আনসার সদস্য। সম্প্রতি দিনাজপুরের বিরামপুরের স্টেশনের আউটারে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে নাশকতার চেষ্টা করা হলে তা নস্যাৎ করা হয়। যাত্রীরা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন সেজন্যই পশ্চিমাঞ্চলীয় রেল জোনের কর্তৃপক্ষ সার্বক্ষণিক ২৪ ঘণ্টা নিরাপত্তা বিধানের পদক্ষেপ গ্রহণ করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত