ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুরাদনগরে আদালতকে উপেক্ষা করে পাকা সড়ক নির্মাণের অভিযোগ

মুরাদনগরে আদালতকে উপেক্ষা করে পাকা সড়ক নির্মাণের অভিযোগ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি দিয়ে পাকা সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) উপজেলা কার্যালয়ের বিরুদ্ধে। সড়ক নির্মাণের বিষয়টি আদালতে বিচারধীন থাকা অবস্থায় সড়ক নির্মাণ অব্যাহত থাকায় বিস্ময় প্রকাশ করেছে স্থানীয়রা। উপজেলার পূর্বধইর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গতকাল রোববার সরেজমিন গিয়ে দেখা যায়, ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’ আওতায় এলখাল মমিন মার্কেট থেকে মোল্লাবাড়ি পর্যন্ত ব্যক্তি মালিকাধীন জমির ওপর দিয়ে হাঁটার রাস্তাটিকে ১০ ফুট প্রস্থ করে পাকা সড়ক নির্মাণের কাজ চলছে। মামলা ও বাদী বাছির মিয়ার অভিযোগ সূত্রে জানা যায়, মমিন মার্কেট হতে স্থানীয় মসজিদ পর্যন্ত হেটে চলাচলের রাস্তা ছিল কিন্তু মসজিদ থেকে মোল্লাবাড়ি পর্যন্ত কোনো রাস্তা ছিলো না। মোল্লাবাড়ির লোকজন তাদের বাড়িতে গাড়ি নিয়ে যাতায়াতের জন্য আমাদের মালিকানাধীন জমির উপর দিয়ে জোর করে এলজিইডির মাধ্যমে পাকা সড়ক নির্মাণ করছে। আমরা এ ঘটনায় গত ৫ নভেম্বর কুমিল্লার আদালতে মামলা করি। যা বর্তমানে চলমান রয়েছে। মামলা চলমান অবস্থায় সড়কের কাজ চলমান থাকায় নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত