ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে চাঁদপুর জেলা পুলিশ। গত শনিবার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যখন শত্রু দ্বারা আক্রান্ত হয়েছিল, তখন আপনারা (পুলিশ মুক্তিযোদ্ধা) যে দেশপ্রেম নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে শত্রুমুক্ত করেছেন, স্বাধীন করেছেন, সেজন্য আপনাদের প্রতি সশ্রদ্ধ সালাম এবং অশেষ কৃতজ্ঞতা।

তিনি পুলিশ মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, আপনাদের প্রতি আমাদের যে ঋণ আছে, সে ঋণ পরিশোধ করতে চাই। আপনারা যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে আমাদের জানাবেন। আমরা আপনাদের পাশে থেকে কিছুটা হলেও ঋণ শোধ করার চেষ্টা করব। তিনি আরো বলেন, পুলিশ নিয়োগে আমরা মুক্তিযোদ্ধার কোনো কোটা ফাঁকা রাখতে চাই না। আপনাদের সন্তান বা প্রজন্ম থাকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। আমার অফিস ও বাসা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। শুধু পরিচয় দেবেন পুলিশ মুক্তিযোদ্ধা। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াছির আরাফাতের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যাহ। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে ও অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা। এছাড়া বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত