ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সেলাই মেশিন ও প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ

সেলাই মেশিন ও প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ও হতদরিদ্রের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, ক্র্যাচ, লাঠি ও সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলার কাশিপুর টিএমএসএস কার্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন। প্রকল্প সমন্বয়কারী মোঃ আলমগীর আলমের সভাপতিত্বে এ সময় জোন প্রধান জাহাঙ্গীর আলম, অঞ্চল প্রধান রমযান আলী, প্রোগ্রাম অফিসার আব্দুল আলীম সরকারসহ শাখা ব্যবস্থাপক ও সহকারী কারিগরি (পুষ্টি) কর্মকর্তা সারোয়ার মাহমুদ শাওন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২৫টি সেলাই মেশিন, চারটি হুইল চেয়ার, একটি ট্রাই সাইকেল, দুটি ক্র্যাচ, তিনটি লাঠি ও একটি সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, উপজেলার ফুলবাড়ী সদর ও কাশিপুর ইউনিয়নের প্রায় ৩ হাজার অতিদরিদ্র সদস্য নিয়ে পিপিইপিপি-ইইউ প্রকল্প- জীবিকায়ন, স্বাস্থ্য ও পুষ্টিসেবা, নারীর ক্ষমতায়ন, প্রতিবন্ধিতা ও দুর্যোগ-ঝুঁকি হ্রাসে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত