স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগে মামলা

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নেত্রকোনা প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের স্বতন্ত্র-সদস্য পদ প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ ব্যাপারে গতকাল ভুক্তভোগী রনি মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেছেন। এর আগে গত রোববার গভীর রাতে ওই উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বাজারে এ ঘটনা ঘটে। মামলার অভিযোগে বলা হয়, কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামের রনি মিয়া জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমার (ট্রাক) একজন কর্মী। রনি মিয়া গত রোববার রাতে রহিমপুর বাজারে নির্বাচনি প্রচারনা চালাচ্ছিলেন। এ সময় তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মোশতাক আহম্মেদ রুহীর (নৌকা) সমর্থক নাজিরপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোজাম্মেলসহ মিলন মিয়া, শিশির মিয়া ও অন্যদের হামলা ও মারধরের শিকার হন। স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস আরা বলেন, নৌকার সমর্থকরা আমার কর্মী-সমর্থকদের উপর একের পর এক হামলা চালাচ্ছে। বিষয়টা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুল হক বলেন, রনি মিয়ার উপর হামলার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।