নির্বাচনি হাওয়া

চলছে জাঁকজমকপূর্ণ প্রচার-প্রচারণা

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে। প্রার্থীদের পক্ষে প্রতিদিন প্রচার-প্রচারণা চলছে জোরেশোরে।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. রশীদুজ্জামান, স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, বিএনএমে’র নোঙর প্রতীকে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ, কংগ্রেসের ডাব প্রতীকে মির্জা গোলাম আজমের পক্ষে সভা সমাবেশ চলছে।

বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন বর্জন করায় এবারের নির্বাচনে ভোটাররা কোনো প্রার্থীর পক্ষ অবলম্বন করবেন তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। হাটবাজার, চায়ের দোকান ও জনসমাগমের স্থানগুলোয় মানুষের নির্বাচন নিয়ে আলাপ-আলোচনার কমতি নেই।

আওয়ামী লীগের উপজেলা কমিটি, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ সব অঙ্গ সহযোগী সংগঠনের বেশিরভাগ নেতা কর্মী মোঃ রশিদুজ্জামানের পক্ষে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন।

গতকাল শুড়িখালী বাজারে নির্বাচনি সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রশীদুজ্জামান আগামী ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে সবার প্রতি অনুরোধ জানান। গত রোববার সকালে হড্ডা প্রাইমারি স্কুল মাঠে ও বিকালে হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পৃথক দুটি নির্বাচনি সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিএম মহসিন রেজা ও সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রশিদুজ্জামানের বিজয়ী করতে ভোটারদের প্রতি জোর আহবান জানান। সভায় আওয়ামী লীগ নেতা মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এসএম ইব্রাহিম, আওয়ামী লীগ নেতা মাস্টার কফিল উদ্দিন, অবনিশ সরদার, ইউপি মেম্বর উত্তম কুমার, আওয়ামী লীগ নেতা নীলকান্ত মন্ডল, পুস্পক মন্ডলসহ স্থানীয় নেতাকর্মী ও লোকজন উপস্থিত ছিলেন।