ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মোটরসাইকেলের ধাক্কায় বাসে আগুন

মোটরসাইকেলের ধাক্কায় বাসে আগুন

পাবনার ঈশ্বরদীতে সুপার সনি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় বাসে আগুন ধরে বাসটি পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী বাঘা-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের আরআরপিএলজি পাম্পের পাশের এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাজশাহীর বাঘা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুপার সনি এক্সপ্রেস বাসটি উল্লেখিত স্থানে এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। তার কিছুক্ষণ পরই বাসের সামনের অংশে অগ্নিকাণ্ড দেখা যায়। অল্প সময়ের মধ্যে পুরো বাসটিতে আগুন দেখা যায়। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে সুপারসনি বাসটির পুরো অংশ পুড়ে যায়। ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কোম্পানি লিডার মোকলেসুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাইকেলের সঙ্গে বাসের ধাক্কায় বাসের তেলের ট্যাঙ্কি ক্ষতিগ্রস্ত হয়। আর সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসে আগুন দেখে আতঙ্কিত হয়ে একজন বাস যাত্রী তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত