আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেলমন্ত্রীকে শোকজ

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পঞ্চগড় প্রতিনিধি

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের দ্বাদশ জাতীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি একটি সভায় বক্তব্য দিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন পঞ্চগড়-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ ঘটনায় নির্বাচনি অনুসন্ধানী কমিটি তাকে শোকজ নোটিশ প্রদান করেছেন। গতকাল দুপুরে পঞ্চগড়-২ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইন লিখিতভাবে এ নোটিশ দিয়েছেন। এ নোটিশের কারণ দর্শানোর (শোকজ) জবাব আগামী একদিনের মধ্যে আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৩ ডিসেম্বর জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলীতে এবং গত সোমবার বোদা উপজেলার চন্দনবাড়ী এলাকায় নির্বাচনি সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সে সভায় কেন্দ্রে ভোট দিতে না গেলে তাদের তালিকা করার হুমকি দিয়ে বক্তব্যে রেলমন্ত্রী বলেছেন, ‘একটি দল বের হয়েছে। তারা বলছে, ভোট দেবে না। তাদের কথায় যদি কেউ ভোট দিতে কেন্দ্রে না যায়, তাহলে ভোট দেওয়া নিয়ে আমরা দুটি লিস্ট করছি, একটি কারা ভোট দিতে কেন্দ্রে যাচ্ছে আর একটিতে থাকবে, কারা যাচ্ছে না। আপনি সরকারি সুযোগ সুবিধা নেবেন আর নাগরিক অধিকার ভোট দিতে যাবেন না, তা হবে না। এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা লঙ্ঘন হওয়ায় কেন আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে না, তা আজ দুপুর ১২টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিয়ে জানাতে নোটিশ দেওয়া হয়। বিষয়টির ব্যাপারে সিনিয়র সহকারী জজ ইসমাইল হোসাইন সাংবাদিকদের বলেন, নির্বাচনী সভায় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হলে আমাদের নজরে আসে। তার বক্তব্যে আচরণবিধি ভঙ্গ হওয়ায় তাকে শোকজ নোটিশ দিয়েছি। তাকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।