ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শহীদ ক্যাপ্টেন হাবিবুর রহমানের স্মরণসভা

শহীদ ক্যাপ্টেন হাবিবুর রহমানের স্মরণসভা

নাটোরে শহীদ ক্যাপ্টেন (অব.) হাসিবুর রহমানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নাটোরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, শহীদ ক্যাপ্টেন হাবিবুর রহমান মুক্তিযুদ্ধকালীন সেনাবাহিনী থেকে প্রেষণে নাটোর মহকুমা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। ওই সময় অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে গেলেও সেনাবাহিনীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে শহীদ ক্যাপ্টেন হাবিবুর রহমান নাটোরের মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে (বর্তমান রাণীভবানী সরকারি মহিলা কলেজ) মাঠে প্রশিক্ষণ প্রদান করতেন। জানাজানির পরে পাকিস্তান সেনাবাহিনী তাকে আটক করে। পরবর্তীতে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধে শহীদ ক্যাপ্টেন হাবিবুর রহমানের বীরত্বপূর্ণ অবদান নিয়ে গবেষণা এবং স্বীকৃতির দাবি জানান বক্তারা। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রেজাউল হক খন্দকারের সভাপতিত্বে স্মরণসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ আখতার মনি, মুক্তিযুদ্ধের অন্যতম প্রশিক্ষক জমসেদ আলী প্রমুখ।

, শহীদ ক্যাপ্টেন হাবিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা সিতারা নাহিদ এবং কনিষ্ঠপুত্র হাফিজ মনসুর রহমান, লেখক ও গবেষক খালিদ বিন জালাল প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত