বাস-ট্রাক-অটোরিকশা সংঘর্ষ

নিহত দুই, আহত ১১

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার চাটিপাড়া নামক স্থানে গতকাল দুপুরে যাত্রীবাহী বাস-বালুভর্তি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার ঘাটান্দি-শিয়ালকোল এলাকার হীরামন বেগম ও কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তারাবাড়ি গ্রামের মো. সোহেল রানার ছেলে মো. আব্দুল্লাহ। আহতদের মধ্যে দুজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হচ্ছেন- কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সয়া-পালিমা গ্রামের মোতালেব মিয়ার ছেলে সিএনজি চালিত অটোরিকশা চালক মো. রবিউল ইসলাম ও ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী হাসনা বেগম। অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ঘাটাইলের দিকে যাচ্ছিল। অপরদিকে ঘাটাইল থেকে ছেড়ে আসা বালুভর্তি একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় কালিহাতী উপজেলার পালিমা থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা অভ্যন্তরীণ সড়ক পাড় হয়ে মহাসড়কে ওঠে ঘাটাইলের দিকে যাচ্ছিল।