ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে কালিয়াকৈর পৌরসভার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ’র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী। এ সময় প্রধান অতিথি হিসেবে গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুরের পুলিশ সুপার কাজী সফিকুল আলম বিপিএম ও গাজীপুর জেলা নির্বাচন অফিসার এএইচ কামরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম, কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার, পৌর কাউন্সিলর আহাদ আলী, খাত্তাব মোল্লা, আবুল কাশেম, মোয়াজ্জোম হোসেন, আমিনুল ইসলাম, মাসুম আলী, নাজমা বেগম, শাহনাজ বেগমসহ সাধারণ ভোটার, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা। সভায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। এ সময় গাজীপুরের পুলিশ সুপার কাজী সফিকুল আলম বিপিএম বলেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে, আমরা সবাই তাদের সফল হতে দেব না। ভোট আপনাদের অধিকার, এই অধিকার নষ্ট হতে দেবেন না। কেউ ভয় পাবেন না, কেউ ভয় দেখাতে পারবে না। মাঠে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারসহ সব আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। সবাই মিলে উৎসবমুখর নির্বাচন করতে চাই। গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সুষ্ঠু নিরপেক্ষ ভয়ভীতিহীন নির্বাচন হবে। আপনারা নির্ভয়ে উৎসবের সঙ্গে ভোট দেবেন।